চার কোটিতে কেনা স্বপ্নের বাড়ি দুঃস্বপ্নে পরিণত হল নিমেষে! জানলা খুলে আঁতকে উঠলেন দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক : কষ্টার্জিত, সঞ্চিত অর্থের অনেকটাই খরচ করে কিনেছিলেন ‘স্বপ্নের বাড়ি’। দীর্ঘদিনের ইচ্ছেপূরণে যারপরনাই খুশি ছিলেন দম্পতি। এদিকে ‘স্বপ্নের বাড়ি’র জানলা খুলতেই তাঁদের মাথায় হাত। বাড়ির বেডরুমে পা রাখামাত্র, পালিয়ে বাঁচার চেষ্টা করছেন তাঁরা। কারণ কী?

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ব্রিটেনের কেলারটোনে। নিজেদের নতুন বাড়ি কিনেছিলেন ওয়াল্টার ব্রাউন ও শারন কেলি। চারটি বেডরুমের এই বাড়ি কেনার জন্য গত কয়েক বছর ধরে টাকা জমাচ্ছিলেন তাঁরা। শেষমেশ প্রায় চার কোটি টাকা খরচ করে বাড়িটি কেনেন। কিন্তু বাড়ির জানলা খুলতেই তাঁদের চোখ ছানাবড়া।

ওয়াল্টার ও শারন জানিয়েছেন, তাঁদের ধারণা ছিল বাড়িটির জানলা দিয়ে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে। কিন্তু জানলা খুলে দেখা যায় নোংরা, পচা দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপ। কোনও জানলাই খোলা যাচ্ছে না। খুললেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা বাড়িতে। যা স্বাভাবিক জীবনযাপনের জন্য একেবারেই অযোগ্য।

টি ট্রেডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ-এর নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

এরপরই বাড়ির আগের মালিকের সঙ্গে যোগাযোগ করেন দম্পতি। এখনও পর্যন্ত আবর্জনা পরিষ্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। দম্পতি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে জায়গাটি পরিষ্কার করা হবে, এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন আগের মালিক। কিন্তু কয়েক মাস পেরিয়েও সমস্যার সমাধান হয়নি। বাড়িতে পৌঁছনোর রাস্তাটিও যাতায়াতের জন্য অযোগ্য। যা সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন তিনি। ‘স্বপ্নের বাড়ি’ কেনার পর রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন দম্পতি।