বিনোদন ডেস্ক : মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল। ২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে মোহনলালের চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।
এ সিনেমা সিরিজের দর্শক চাহিদা মাথায় রেখে ২০২১ সালে নির্মিত হয় মালায়ালাম ভাষার ‘দৃশ্যম টু’। এক বছরের বিরতি নিয়ে হিন্দি ভাষায় সিনেমাটির রিমেক করেন পরিচালক অভিষেক পাঠক। এ সিনেমায় অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে আয় করে ৩৫০ কোটি রুপি। এবার এ সিনেমার তৃতীয় কিস্তি নির্মিত হতে যাচ্ছে। তবে তা একইসঙ্গে নির্মিত হবে।
চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘‘দৃশ্যম-৩’ সিনেমার মালায়ালাম ও হিন্দি ভার্সনের শুটিং একইসঙ্গে হবে; যাতে করে একসঙ্গে এ দুটো সিনেমা মুক্তি দেওয়া যায়। এতে করে হিন্দি ভাষার দর্শকরাও টাটকা গল্পের স্বাদ নিতে পারেন। মালায়ালাম ভাষার এ সিনেমা মুক্তির পর হিন্দি ভাষার অনেক দর্শকই সিনেমাটি দেখে ফেলেন। কিন্তু হিন্দি ভার্সন মুক্তির পর অনেকের আগ্রহ কমে যায়। কারণ তারা গল্পটি আগেই জেনে যান।’’
‘দৃশ্যম’ সিরিজের পরের কিস্তি নিয়ে আশাবাদী অজয়। তা উল্লেখ করে সূত্রটি বলেন, ‘‘দৃশ্যম’ ফ্যাঞ্চাইজি নিয়ে অজয় দেবগন খুব আনন্দিত। ‘দৃশ্যম-৩’ নিয়েও তিনি খুব আত্মবিশ্বাসী। মালায়ালাম ভাষার এ সিনেমার গল্প হিন্দি ভার্সনের পরিচালকের সঙ্গে শেয়ার করে নেবেন; যাতে করে তারাও চিত্রনাট্যে নিজেদের মতো সংযোজন-বিয়োযোজন করে নিতে পারেন।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।