বিনোদন ডেস্ক : এবারের ঈদের জন্য কথাসাহিত্যিক ইশতিয়াক আহমেদের উপন্যাস ‘সাদা প্রাইভেট’ অবলম্বনে নির্মিত হচ্ছে একটি টেলিফিল্ম। যেখানে বজলুর রহমানের চরিত্রে থাকছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান। ড্রাইভার সেলিমের চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ।
টেলিফিল্মটি প্রচারিত হবে বঙ্গ বব-এ। ইতোমধ্যে ঢাকার বেশ কিছু লোকেশনে টেলিফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে। ফিল্মটির কাহিনি মুলত একটি সাদা প্রাইভেট গাড়িকে ঘিরে।
অফিসে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হয়েছেন বজলুর রহমান। নিয়ম অনুযায়ী অফিস থেকে এখন তিনি পাবেন একটি ব্যক্তিগত গাড়ি। কিন্তু গাড়ি পেতে দেরি হতে থাকায় তর সইছে না বজলুল সাহেবের। তাই তিনি গাড়ির পাওয়ার আগেই নিয়োগ দিয়ে দিলেন সেলিম নামের একজন গাড়িচালক। প্রতিদিন ড্রাইভার নিয়ে অফিসে যাচ্ছেন আর বাড়ি ফিরছেন। কিন্তু গাড়ির দেখা এখনো তিনি পাননি। অদৌ গাড়ি পাবেন কি না, এই সংশয়ের মধ্যে দিয়ে এগুতে থাকে গল্প। ঘটতে থাকে নানা ঘটনা।
তারিক আনাম ও পলাশ ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক, ফারহানা মিঠু, মৌসুমী হামিদসহ প্রমুখ।
টেলিফিল্মটি নির্মাণের দায়িত্বে রয়েছেন পরিচালক আশিকুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।