বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনে সাময়িকভাবে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে ড্রোন জায়ান্ট ডিজেআই টেকনোলজি লিমিটেড। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ায় প্রথমবারের মতো কোনো চীনা প্রতিষ্ঠান ব্যবসা বন্ধের ঘোষণা দিল। খবর ফ্রি মালয়েশিয়া টুডে ও এনগ্যাজেট।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, রাশিয়া ও ইউক্রেনে ব্যবসা বন্ধের মাধ্যমে কোনো দেশের বিরুদ্ধে আমরা বিবৃতি দিইনি। মূলত প্রাতিষ্ঠানিক মূলনীতির কারণেই ব্যবসা বন্ধের বিবৃতি দেয়া হয়েছে।
তিনি বলেন, কারো ক্ষতি করার জন্য ডিজেআইর ড্রোন ব্যবহারকে আমরা ঘৃণা করি। রণক্ষেত্রে কেউ যেন আমাদের ড্রোন ব্যবহার করে সুবিধা নিতে না পারে সেজন্য আমরা সাময়িকভাবে দেশ দুটিতে ব্যবসা বন্ধ করছি।
ইউক্রেনীয় রাজনীতিবিদ মিখাইলো ফেডোরভ ডিজেআইর প্রতি রাশিয়ায় ড্রোন বিক্রি বন্ধের আহ্বান জানান। এর এক মাস পরই কোম্পানিটি দুই দেশেই ব্যবসা বন্ধের সিদ্ধান্তের কথা জানাল। ইউক্রেনের নাগরিক ও সরকারসংশ্লিষ্টদের অভিযোগ, বিশ্বের শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানটি রাশিয়ার কাছে ইউক্রেনীয় সামরিক বাহিনীর তথ্য ফাঁস করে দিচ্ছে। তবে এ অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ডিজেআই।
ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী ডিজেআইকে উদ্দেশ করে টুইটারে একটি খোলা চিঠি লেখেন। এতে বলা হয়, রাশিয়া ইউক্রেনের নাগরিকদের হত্যার উদ্দেশ্যে মিসাইল নেভিগেট করার জন্য ডিজেআইর প্রযুক্তি ব্যবহার করছে। এছাড়া ফ্লাইট ইনফরমেশন সংগ্রহের জন্য রাশিয়া ডিজেআইর অ্যারোস্কোপ ড্রোনের এক্সটেন্ডেড ভার্সনটি ব্যবহার করছে।
কিছুদিন আগে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দেয় ডিজেআই। এতে বলা হয়, কোম্পানিটি সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য তাদের কোনো পণ্য বাজারজাত করে না।
এছাড়া কোম্পানিটির ডিস্ট্রিবিউটররা সামরিক উদ্দেশ্যে যারা ব্যবহার করবে, তাদের কাছে ডিজেআইর পণ্য বিক্রি না করার ব্যপারে একমত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।