চিঠি নিয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাবে ড্রোন

ড্রোন

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : যুক্তরাজ্যের অর্কনি দ্বীপপুঞ্জে চিঠি ও জিনিস আদান-প্রদানে ব্যবহৃত হচ্ছে ড্রোন। দেশটির রয়াল মেইল ও ড্রোন নির্মাতা কম্পানি স্কাইপোর্টস তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করেছে।

মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে অদা শর্মা

স্পিডবার্ড অ্যারো ডিএলভি-২ এয়ারক্রাফটটি একবারে ছয় কেজি ওজনের মালপত্রও বহন করতে পারে। ড্রোনটির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ডেলিভারি পৌঁছনো যাবে।

সূত্র : বিবিসি