আনলিমিটেড স্টোরেজ বন্ধ করছে ড্রপবক্স

ড্রপবক্স

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অনাকাঙ্খিত অ্যাক্টিভিটির কারণে ব্যবসাভিত্তিক আনলিমিটেড স্টোরেজ সুবিধা বন্ধ করতে যাচ্ছে ড্রপবক্স। একটি ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে অন্যান্য পরিষেবাগুলো তাদের স্টোরেজ সুবিধা সীমিত করে ফেলছে। ফলে দেখা যাচ্ছে অনেকেই তাদের এই অ্যাডভান্স পরিষেবাটি নিচ্ছে।

ড্রপবক্স

তবে সেটা কোনও ব্যবসায়িক কারণে নয় বরং ক্রিপ্টো এবং চিয়া মাইনিংয়ের কাজে। আবার কেউ কেউ এর স্টোরেজ পুনরায় বিক্রি করছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, আনলিমিটেড স্টোরেজের ভালো ক্রেতা থাকলেও তার চেয়ে হাজারগুণ বেশি লোক এটাকে খারাপ কাজে ব্যবহার করছে। এটি সব ব্যবহারকারীর জন্য একটি খারাপ অভিজ্ঞতার কারণ হতে পারে। যদিও অপব্যবহারের বিরুদ্ধে পলিসি রয়েছে, কিন্তু সেটা দিয়ে এসব কাজ ঠেকানো যাচ্ছে না। ফলে স্টোরেজ ব্যবস্থাকেই সীমিত করে ফেলতে হচ্ছে।

নাগরিক পর্দায় একসঙ্গে নতুন তিন ধারাবাহিক

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, নভেম্বরের ১ তারিখ থেকে ড্রপবক্স তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবে। নতুন পলিসিতে মাইগ্রেট হওয়ার জন্য ক্রেতারা এক মাস সময় পাবে।