সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ লিটন মোল্লা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লিটন মোল্লা ঢোনখালপাড় এলাকার ঝুমুর উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, সিংগাইর থানার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের ঝুমুর উদ্দিন মোল্লার ছেলে মো. লিটন মোল্লার বাড়িতে তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। এ সময় পুলিশ লিটন মোল্লাকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করেন। ওই দিন রাতে এসআই পার্থ শেখর ঘোষ বাদী হয়ে সিংগাইর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।