জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক থেকে ফেনসিডিল, বিদেশি মদ, নেশাজাতীয় অ্যাম্পলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (২০ জুন) দিবাগত রাতে হিলি স্থলবন্দরের ভেতরে ট্রাকটি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় চালকের আসনের নিচ থেকে ও হুডের ভেতর থেকে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়।
তিনি জানান, মাদক উদ্ধারের ঘটনায় ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও বন্দরের ভেতরে তিনটি ট্রাকের কেবিন থেকে কিছু মদ উদ্ধার করা হয়েছিল। আসলে ট্রাকের চালক যেখানে বসে সেটি তার সংরক্ষিত এলাকা, এখানে কখনও আমদানি করা পণ্য থাকে না বলেই সবাই জানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।