ভারতীয় ট্রাকে তল্লাশি, বিপুল পরিমাণ মাদক জব্দ

বিপুল পরিমাণ মাদক জব্দ

জুমবাংলা ডেস্ক : যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল, ওষুধ, গাঁজা, আতশবাজিসহ আমদানি নিষিদ্ধ পণ্য আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বিপুল পরিমাণ মাদক জব্দ
বুধবার (১৫ জুন) রাত ১১টার দিকে বন্দরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য আটক করে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বেনাপোল বন্দরে প্রবেশ করছে।

এমন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান চালিয়ে ডব্লিউ বি-৭৬ এ – ৫১৭৫ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা ও আমদানি নিষিদ্ধ মেডিসিন, কসমেটিক ও আতশবাজি জব্দ করা হয়।

এর আগে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় ট্রাক চালকসহ অন্যান্য পাচারকারীরা। তদন্ত করে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন্যার পানিতে ভাসছে সিলেট, ২৫ লাখ মানুষ পানিবন্দি