স্মার্টফোনের যুগে দেশের বাজারে প্রথমবারের মতো এল বাটনওয়ালা ফোরজি ফিচার ক্লাউড ফোন। ‘আর২৪’ নামের ফোনটির নির্মাতা বাংলাদেশের কোম্পানি সেলেক্সট্রা লিমিটেড।
কোম্পানিটি বলেছে, দুই হাজার চারশ ৯৯ টাকার এই ফোনে রয়েছে ২জিবি পর্যন্ত ডেটা স্টোরেজ সক্ষমতা। একটি মডেলে মোট চারটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে এই ফোরজি ফিচার ফোন।
ফোনটির অন্যতম ফিচার হচ্ছে এর সামাজিক যোগাযোগ মাধ্যম বাটন। ফোনটির অন্যান্য বাটনের মধ্যেই ইউটিউব, ফেইসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের জন্য আলাদা বাটন রয়েছে, যেগুলো একবার প্রেস করলেই ব্যবহারকারী সরাসরি নিজেদের আইডিতে চলে যাবেন।
এসব ফিচার ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম অভিজ্ঞতাকে ‘আরও সহজ ও দ্রুত’ করে তুলেছে বলে দাবি সেলেক্সট্রা’র।
রবি আজিয়াটা পিএলসি’র হেড অফ কমার্শিয়াল পার্টনারশিপস মো. সানজিদ হোসেন বলেন, “এক্সট্রা ব্র্যান্ডের অধীনে বাংলাদেশের প্রথম কি এনাবলড ফোরজি ক্লাউড ফোনের উদ্বোধন ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় এক পদক্ষেপ।
“এ পার্টনারশিপের মাধ্যমে আমরা লাখ লাখ মানুষের নাগালের মধ্যে প্রযুক্তি নিয়ে আসার লক্ষ্য রাখি, এমনকি মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্যও নিশ্চিত করি।”
ফোনটি সম্পর্কে সেলেক্সট্রা লিমিটেডের হেড অফ সেলস মামুন খান বলেছেন, ফোনটি বাংলাদেশের ফিচার ফোন বাজারে নতুন মাত্রা যোগ করবে। ফোনটির সঙ্গে দেওয়া হচ্ছে একশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও এক বছরের আফটার সেলস সার্ভিস।
এ ছাড়াও ফোনের সঙ্গে রয়েছে রবির বান্ডল প্যাকেজ অফার। এ অফারে থাকছে সাত দিনের জন্য এক জিবি ফ্রি ইন্টারনেট। আরও রয়েছে ৬ মাসের স্পেশাল ডিল।
রবির নতুন ও পুরানো গ্রাহকদের জন্য এসব অফার প্রযোজ্য। পাশাপাশি রয়েছে মাসভিত্তিক স্পেশাল অফার, যা ছয় মাস পর্যন্ত সচল থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।