বর্তমানে MIRRORLESS ক্যামেরা জনপ্রিয় হওয়ার কারণে অনেকেই দ্বিধায় পড়েছেন DSLR ক্যামেরা ক্রয় করা উচিত হবে কিনা। আপনি যদি এরকম দ্বিধায় থাকেন তাহলে আজকের আর্টিকেল থেকে পাওয়া মূল্যবান তথ্য আপনার উপকারে আসবে বলে আশা করা হচ্ছে।
আপনি MIRRORLESS ক্যামেরা নিবেন নাকি DSLR ক্যামেরা ক্রয় করবেন সেটা নির্ভর করে আপনার ফটোগ্রাফির চাহিদার উপরে।
অনেকেই বলতে পারে DSLR ক্যামেরার দিন শেষ। এখন MIRRORLESS ক্যামেরা মার্কেটে রাজত্ব করবে
। কথাটি পুরোপুরি সঠিক নয়। আপনার বাজেট এবং স্কিল অনুসারে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকেও DSLR ক্যামেরা ক্রয় করতে পারবেন।
MIRRORLESS ক্যামেরার সুবিধা হচ্ছে এটি আকারের ছোট এবং ওজনে কম। এর জন্য আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে সুবিধা পাবেন।
তবে যাদের হাতের সাইজ বড় তাদের জন্য MIRRORLESS ক্যামেরা থেকে DSLR ক্যামেরা মানানসই হবে। আপনার হাতের সাইজ অনুসারে কোন ধরনের ক্যামেরা উপযুক্ত হবে সেটা বিবেচনা করুন।
আপনার জন্য ব্যাটারি গুরুত্বপূর্ণ বিষয় হলে DSLR ক্যামেরা নির্বাচন করুন। কেননা এ ক্যামেরায় লম্বা সময় ধরে চার্জ থাকে। সাধারণত MIRRORLESS ক্যামেরায় ব্যাটারির সাইজ ছোট হয়ে থাকে। যদি আপনার অপটিক্যাল লেন্স এর দরকার হয়ে থাকে তাহলে MIRRORLESS ক্যামেরা আপনার জন্য বেস্ট অপশন হবে। আর এলসিডি স্ক্রিন দরকার হলে অবশ্যই DSLR ক্যামেরা ক্রয় করবেন।
DSLR ক্যামেরায় অনেক বড় ও শক্তিশালী লেন্স ব্যবহার করা সম্ভব। নানা ধরনের লেন্স বাজারে এভেলেবল থাকায় আপনার জন্য সুবিধা হবে।
এখন আপনি নিজের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিবেন যে আপনি MIRRORLESS ক্যামেরা গ্রহণ করবেন নাকি DSLR ক্যামেরা ক্রয় করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।