জুমবাংলা ডেস্ক : জ্বর-সর্দি-শরীরে ব্যথাসহ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন রেলওয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলন করা মহিউদ্দিন রনি। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রনি নিজেই।
রনি জানান, বিগত পাঁচদিন ধরে ঢাবির মেডিকেল সেন্টারে ভর্তি। একই ধরনের সমস্যা নিয়ে আমার কয়েকজন বন্ধুও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তবে, কী সমস্যায় ভুগছি তা এখনো চিকিৎসকরা বলতে পারছেন না। বুধবার (১০ আগস্ট) মেডিকেল পরীক্ষা করিয়েছি। যার রিপোর্ট আজ রাতে দেবে।
ইতিমধ্যে অসুস্থতার খবর পেয়ে গত রবিবার (৭ আগস্ট) তার মা ঢাকায় এসেছেন। রনি আরো জানিয়েছেন , গত পাঁচ-ছয়দিন আগে কাঁপুনি দিয়ে আমার জ্বর আসছিল। আমি তখন থেকে ভার্সিটি মেডিকেলে ভর্তি হয়েছি। হাত-পা, কোমড়সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে।
এজন্য চিকিৎসক আমাকে টেস্ট করাতে বলছেন, আমি বুধবার একটি টেস্ট করিয়েছি। যার রিপোর্ট আজ সন্ধ্যায় দেবে। এছাড়া, আমার সঙ্গে যারা আন্দোলনে ছিল তারাও একই ধরনের সমস্যায় হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।