ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (১০ সেপ্টেম্বর) সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে, গত ৩০ আগস্ট ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে প্রশাসন।
এ নিয়ে সমালোচনা শুরু হলে ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একদিন ছুটি কমিয়ে ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনের ছুটি ঘোষণা করতে বাধ্য হয় ঢাবি প্রশাসন।
এর একদিন পর ৩ সেপ্টেম্বর ঘোষিত ছুটির ব্যাপারে আবারো নতুন সিদ্ধান্ত নেয় ঢাবি প্রশাসন।
ডাকসুর রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রেরিত ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত এক অতি জরুরি সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পূর্বঘোষিত ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে ৮ এবং ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।