জুমবাংলা ডেস্ক : সিলেট জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের ৬ জেলায় তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
যশোর ও চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাট ও নীলফামারীর ডিমলায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, ফরিদপুর, রাজশাহী, পাবনার ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিস্তার লাভ করতে পারে।
আরও পড়ুন: রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
এ ছাড়া আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দুদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পরের ২৪ ঘণ্টা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আছিয়ার মায়ের আহাজারিতে শোকে স্তব্ধ জাতি, চাইলেন ধর্ষকের ফাঁসি
এদিকে সিলেট বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী দুদিন সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।