জুমবাংলা ডেস্ক : ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আশিকুর রহমানকে। নিখোঁজ হওয়ার এক দিনের মধ্যেই খোঁজ মিলেছে তার। রবিবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে তার বাবা সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আশিকের বাবা বলেন, তাকে পাওয়া গেছে। আমরা ওকে নিয়ে আসতে যাচ্ছি। সে এখন ডিবি অফিসে আছে।
এর আগে, শনিবার (২৬ মার্চ) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে রাজধানীর আজিমপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান তার সহপাঠীরা। আশিক ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
পিটির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হলিক্রস শিক্ষার্থীর মৃত্যু
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়েছেন ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় দ্রুত তার সন্ধান ও মুক্তির দাবি জানান তারা
রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানান তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।