Advertisement
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পেছনের এক্সটেনশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুনের উৎস খোঁজে পাননি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, ‘বিজয় একাত্তর হলের ক্যান্টিনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছিল। দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কোনো হতাহত নেই।’
ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘হলসংলগ্ন একটি দোকানের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



