জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে সব ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৬ মে) ঢাবির গণসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়ে, সারা দেশের ওপর দিয়ে চলমান তীব্র দাবদাহ (হিট ওয়েভ) সহনশীল পর্যায়ে আসায় বুধবার (৮ মে) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই সিন্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে গত ২১ এপ্রিল তীব্র দাবদাহের কারণে শতভাগ ক্লাস অনলাইনে নেয়ার সিন্ধান্ত নিয়েছিল ঢাবি। সেইসঙ্গে শিক্ষার্থীদের প্রতি ৫টি নির্দেশনাও দেয়া হয়েছিল।
ওই সময় বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাবিতে বর্তমানে প্রচলিত ১০ শতাংশের পরিবর্তে শতভাগ ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।