বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এখন প্রতিটি মোবাইল থেকেই ব্যবহার করা যায় ডুয়েল সিম। এর মধ্যে নতুনত্ব কিছুই নেই। বর্তমানে আবার এমন কিছু ফোন বাজারে আনা হয়েছে যেগুলিতে রয়েছে E-SIM এর সুবিধা। কিন্তু এছাড়াও যে কোনও স্মার্টফোনে একটি সিমের মাধ্যমেই ব্যবহার করা যাবে দুটি নম্বর।
অনেকেই দুটি সিম ব্যবহার করার জন্য ডুয়েল স্লট ফোন ব্যবহার করেন। কিন্তু যেকোনও সিঙ্গল স্লট ফোনেই ব্যবহার করতে পারবেন দুটি নম্বর। এর জন্য দুটি সিম ব্যবহার করার দরকার নেই। এমনকী, এর জন্য অতিরিক্ত টাকা খরচ করারও প্রয়োজন নেই। এর জন্য শুধুমাত্র একটি App ডাউনলোড করতে হবে। Google Play Store থেকেই পাওয়া যাবে ওই অ্যাপটি। ওই অ্যাপের মাধ্যমেই দুটি নম্বর ব্যবহার করতে পারবেন।
কোন অ্যাপ ডাউনলোড করতে হবে?
দুটি নম্বর ব্যবহার করার জন্য Text Me: Second Phone Number অ্যাপটি ব্যবহার করতে পারেন।
পুরো পদ্ধতি-
Step 1- Text Me: Second Phone Number অ্যাপটি ডাউনলোড করার পর সেটি নিজের ফোনে ইনস্টল করুন।
Step 2-ইনস্টল করার সঙ্গে সঙ্গে লগ-ইন করতে হবে। নিজের Gmail অ্যাকাউন্ট ব্যবহার করে লগ-ইন করুন। এছাড়াও আপনি চাইলে একটি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারেন।
Step 3- লগ ইন করার সঙ্গে সঙ্গে ওই অ্যাপটির নীচে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। সেখানে স্টোর, কনট্যাক্টস, ইনবক্স, কল এবং নম্বর অপশন দেখা যাবে। এর জন্য আপনাকে নম্বর অপশনে ক্লিক করতে হবে। তবে নম্বর নেওয়ার জন্য টাকা খরচ করতে হবে। যত গুলি নম্বর পছন্দ করবেন ততবার টাকা দিতে হবে।
Step 4- অন্যদিকে পথমবার অ্যাপ ইনস্টল করার জন্য একটি ফ্রি নম্বর দেওয়া হয়। তাই যদি কেউ অ্যাপ ইনস্টল করে এবং কোনও একটি নম্বর পছন্দ করেন তাহলে তার জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।
Step 5- ওই অ্যাপের একদম উপরে রয়েছে ক্রেডিট অপশন। সেখানে ক্লিক করলেই জানতে পারবেন কত টাকা ক্রেডিট রয়েছে। এবং সেই অনুযায়ী কল করতে পারবেন।
দু’রকম শক্তিশালী ব্যাটারি ব্যাকআপে আসলো রিয়েলমি জিটি নিও, দাম জেনে নিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।