বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে ভারতে একের পর এক 5G ফোন লঞ্চ হয়েছে। সব রেঞ্জেই 5G ফোন লঞ্চ হয়ে চলেছে এবং ভারতীয় ইউজাররা এইসব ফোন ব্যাবহারও করছে। তবে এবার এই সুপার ফাস্ট ইন্টারনেট স্পীডের এই টেকনোলজির অ্যাডভান্স ভার্সন বাজারে এসে গেছে। এই 5G-Advanced অর্থাৎ 5.5G Technology সহ স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।
চীনের বাজারে 5.5G Phone হিসাবে ZTE Axon 60 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনে dual satellite connectivity যোগ করা হয়েছে, যার ফলে সিম নেটওয়ার্ক ছাড়াও এই ফোনের মাধ্যমে কল ও ম্যাসেজ করা যাবে। এই ফোনটি চীনে Tiantong satellite system এর সঙ্গে কানেক্টেড এবং এর মাধ্যমে স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যাবহার করেই কল ও ম্যাসেজ করা যায়।
5.5জি ফোন multi-antenna switching algorithm-এ কাজ করতে সক্ষম। এই ফিচারের সাহায্যে এই ফোনটি একই সঙ্গে cellular এবং satellite উভয় নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে। এই উভয় নেটওয়ার্ক এক সঙ্গে ব্যাবহারের ফলে অত্যন্ত দ্রুত স্পীডে ডেটা ট্রান্সমিট করা যায়। এতে লো লেটেন্সি পাওয়া যায় এবং লো নেটওয়ার্ক এরিয়াতেও ফুল কভারেজ উপভোগ করা যায়।
5G-Advanced অর্থাৎ 5.5G ফোনে 10Gbps Download Speed এবং 1Gbps Upload Speed পাওয়া যায়।
এই ফোন dual-system architecture-এ তৈরি, যা যে কোনো অ্যাপকে অত্যন্ত লিমিটেড অ্যাক্সেস দেয়। এর ফলে ইউজার এবং ডেটা সিকিউরিটির দিক থেকে এটি অত্যন্ত বেশি সিকিওর।
ডিসপ্লে: ZTE Axon 60 Ultra ফোনে 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 120হার্টস রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনে 3.36 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.0 storage ফিচার রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ওআইএস ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে ZTE Axon 60 Ultra ফোনের ফ্রন্ট প্যানেলে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।