দুবাইয়ে গরীবদের জন্য বিনামুল্যে রুটির ব্যবস্থা

বিনামুল্যে রুটি

আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ে মূল্যস্ফীতির কারণে দরিদ্রদের সহায়তায় বিনামুল্যে রুটির ব্যবস্থা করা হয়েছে। এজন্য গত সপ্তাহে বিভিন্ন মার্কেটে ১০টি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।

বিনামুল্যে রুটি

আসওয়াকসহ অন্তত ১০টি মার্কেটে বসানো এসব ভেন্ডিং মেশিনের মাধ্যমে বিনামুল্যে রুটি পাওয়া যাচ্ছে। যেখানে বোতাম চাপলেই রুটি বের হচ্ছে। খাবারের দাম বেড়ে যাওয়ায় গরিবদের সহায়তায় এসব মেশিন বসানো হয়েছে।

যত বছরের জেল হতে পারে শাকিরার

শহরটিতে এক কোটি বাসিন্দার প্রায় ৯০ শতাংশ বিদেশী এবং এদের বেশির ভাগ এশিয়া ও আফ্রিকা থেকে যাওয়া শ্রমিক।

সূত্র : ডয়েচে ভেলে