Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ে মূল্যস্ফীতির কারণে দরিদ্রদের সহায়তায় বিনামুল্যে রুটির ব্যবস্থা করা হয়েছে। এজন্য গত সপ্তাহে বিভিন্ন মার্কেটে ১০টি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।
আসওয়াকসহ অন্তত ১০টি মার্কেটে বসানো এসব ভেন্ডিং মেশিনের মাধ্যমে বিনামুল্যে রুটি পাওয়া যাচ্ছে। যেখানে বোতাম চাপলেই রুটি বের হচ্ছে। খাবারের দাম বেড়ে যাওয়ায় গরিবদের সহায়তায় এসব মেশিন বসানো হয়েছে।
শহরটিতে এক কোটি বাসিন্দার প্রায় ৯০ শতাংশ বিদেশী এবং এদের বেশির ভাগ এশিয়া ও আফ্রিকা থেকে যাওয়া শ্রমিক।
সূত্র : ডয়েচে ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।