দুবাই গেলেন জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। চলতি বছর তিনি বেশ কয়েকবার বিদেশ ভ্রমণ করেছেন। আর এসব ভ্রমণে গিয়ে উঠে এসেছেন আলোচনায়। নতুন করে বছর শেষে উড়াল দিলেন দুবাই। তার সঙ্গে সেখানে একদল অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকাও গেছেন।

চিত্রনায়ক জায়েদ খান

জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা ছাড়েন জায়েদ খান। এরই মধ্যে তিনি পৌঁছে গেছেন দুবাই শহরে। পৌঁছেই নিজের ভক্তদের জন্য প্রকাশ করেছেন কিছু ছবি। ছবিতে দেখা যায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন ভক্তরা। প্রিয় নায়ককে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ ভ্রমণ নিয়ে জায়েদ খান জানান, দুবাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান অংশ নিতে সেখানে গেছেন তিনি। অনুষ্ঠান শেষে বেশ কয়েকদিন দুবাই থাকবেন বলে নিজেই জানিয়েছেন। কয়েকদিন ঘুরে এরপর দেশে ফিরবেন।

জায়েদ খান এর আগে দুবাই ও নিউইয়র্কে গিয়েছিলেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে। সেখানে গিয়ে গান গেয়ে, ইংরেজিতে কথা বলে বেশ আলোচনায় আসেন তিনি।

মা হওয়াটাও একটা জব : মেহজাবীন

উল্লেখ্য, জায়েদ খান অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘সোনারচর’ ও ‘বাহাদুরী’ অন্যতম।