মরক্কোর বংশোদ্ভূত মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা রাজকন্যা শেইখা মাহরা মোহাম্মদ রাশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে প্রথম স্বামীকে তালাক দেওয়ার এক বছর পর মন্টানার সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিনোদনের খবরবিষয়ক ওয়েবসাইট টিএমজেডকে মন্টানার একজন প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন। মন্টানার প্রকৃত নাম করিম খারবুশ। তিনি মরক্কোর বংশোদ্ভূত মার্কিন র্যাপার।
টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় শেইখা মাহরাকে বিয়ের প্রস্তাব দেন মন্টানা। প্যারিসের ওই ফ্যাশন উইকে ৪০ বছর বয়সী র্যাপার মন্টানা প্রথমবারের মতো থ্রি ডট প্যারাডাইসের রেডি-টু-ওয়্যার স্প্রিং/সামার ২০২৬ শোয়ের র্যাম্পে হাঁটেন।
প্রথম স্বামীকে তালাক দেওয়া ইনস্টাগ্রাম পোস্টটি এখন মুছে ফেলেছেন শেইখা মাহরা। সেই পোস্টে দুবাইয়ের এই রাজকন্যা লিখেছিলেন, প্রিয় স্বামী, তুমি এখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছ। এই সময়ে আমি আমাদের বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি। আমি তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম।’’ প্রথম স্বামীর সংসারে শেইখা মাহরার এক বছরের বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। যার নাম এখনও প্রকাশ করা হয়নি।
‘আনফরগেটেবল’ এবং ‘নো স্টাইলিস্টের’ মতো হিট গানের জন্য পরিচিত ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে রাজকন্যার প্রেমের সম্পর্কের খবর প্রথম জানাজানি হয় ২০২৪ সালের অক্টোবরে। এরপর তাদেরকে একসঙ্গে প্যারিসের প্যঁ দেস আর্টসে, মরুভূমিতে উটের পিঠে আরোহণে এবং দুবাই ও মরক্কোয় খাবার খেতে দেখা যায়।
চলতি বছরের শুরুর দিকে আবারও শিরোনামে আসেন এই জুটি। ওই সময় প্যারিস ফ্যাশন উইকের হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায় তাদের। টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে হাঁটার কিছুক্ষণ পরই শেইখা মাহরাকে বিয়ের প্রস্তাব দেন মন্টানা।
২০২৩ সালের মে মাসে আমিরাতের শিল্পপতি শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন শেইখা মাহরা। এক বছর পর তাদের কন্যা সন্তানের জন্ম হয়।
দুবাইয়ের আলোচিত এই রাজকন্যার সঙ্গে ফ্রেঞ্চ মন্টানার বাগদানে তাদের উভয় পরিবারের সায় রয়েছে বলে জানানো হয়েছে। তবে বিয়ের পিঁড়িতে তারা কবে বসছেন, তা ঘোষণা দেওয়া হয়নি।
এক দশক আগে ক্লো কার্দাশিয়ানের সাথে ডেট করেছিলেন মন্টানা। মরক্কোয় জন্মের পর ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ‘আনফরগেটেবল’, ‘নো স্টাইলিস্ট’ ও ‘ওয়েলকাম টু দ্য পার্টি’র মতো কয়েকটি গানের জন্য বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি।
• কে এই মাহরা?
দুবাইয়ের বর্তমান শাসক ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ও গ্রিক বংশোদ্ভূত জোয়ি গ্রিগোরাকস দম্পতির কন্যা শেইখা মাহরা।
বিভিন্ন ধরনের মানবিক কর্মকাণ্ড ও অশ্বারোহী ক্রীড়ার প্রতি গভীর আগ্রহের জন্য ব্যাপক পরিচিত শেইখা মাহরা। শৈশব ও প্রাথমিক শিক্ষা শেষ করার পর মাহরা লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করেন। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেন তিনি।
পাশাপাশি তিনি দুবাই-ভিত্তিক গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদ বিন রাশেদ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও একটি বিশেষ ডিগ্রি নিয়েছেন মাহরা।
গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় তারকায় পরিণত হয়েছে দুবাইয়ের এই রাজকন্যা। ইনস্টাগ্রামে তার প্রায় ৯ লাখ ৮০ হাজারের বেশি অনুসারী রয়েছে। সেখানে প্রায়ই নিজের ব্যক্তিগত জীবন ও ব্যবসায়িক উদ্যোগের নানা দিক তুলে ধরেন তিনি।
তার আর্থিক অবস্থানও সমানভাবে আলোচিত। প্রায় ১৪ থেকে ১৮ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক হিসেবে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য রাজপরিবারের সদস্যদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে।
সূত্র: টিএমজেড, ফার্স্ট পোস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।