বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সন্তানরা পড়াশোনার কারণে থাকে দুবাইয়ে। সঙ্গে থাকেন নওয়াজের প্রাক্তন স্ত্রী আলিয়াও। মাঝে তাদের সম্পর্কে নানা জটিলতা তৈরি হলেও বর্তমানে সেসব মিটিয়ে নিয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিনের ছবি ‘হাড্ডি’। অভিনেতা এখন ব্যস্ত তা নিয়েই। ছবিতে নওয়াজের অভিনয় প্রশংসা পেয়েছে সমালোচকদের। তারই মাঝে দুবাই সরকারের থেকে আইনি নোটিশ পেলেন আলিয়া।
টাকা না মেটাতে পারলে আইনি জটিলতায় পড়তে হবে নওয়াজের প্রাক্তন স্ত্রী আলিয়াকে। শুক্রবারই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন আলিয়া, এমনটাই খবর। কিন্তু কী কারণে এই আইনি নোটিশ?
জানা যাচ্ছে, দুবাইয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন না আলিয়া। তাই দুবাই রেন্টাল ডিসপিউট সেন্টার থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে তাকে। তবে এই আইনি জটিলতায় জড়িয়েছেন নওয়াজও। কারণ বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এই বাড়ি ভাড়া দেয়ার কথা অভিনেতার। তা না দেয়াতেই এই বিপত্তি।
কিছু দিন আগেই পরিবারের সঙ্গে দেখা করতে দুবাই উড়ে গিয়েছিলেন নওয়াজ। এছাড়া এর আগে বাড়ি ভাড়া নিয়ে যখন সমস্যা তৈরি হয়েছিল, তখন একটি সাক্ষাৎকারে আলিয়া জানান, দুবাইয়ের ভাড়া বাড়ির নাম নওয়াজের নামেই হোক। কারণ বাড়ি ভাড়া সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয়, তার খেয়াল যাতে নওয়াজ রাখতে পারে। এতেই তার ও সন্তানদের সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন আলিয়া।
তবে সেই সময় আলিয়া আরও জানান, আদালতের নির্দেশ অনুযায়ী নওয়াজ সব রকম আর্থিক সহায়তা করছেন। শুধু বাড়ি ভাড়ার এগ্রিমেন্টটা যদি নাম পরিবর্তিত হয়, তবে ভালো হয়। তবে তা এখনো না হওয়ার কারণে আলিয়ার নামেই দুবাই সরকার নোটিশ পাঠিয়েছে।
দীর্ঘদিন ভাড়া না দেয়ার কারণে তড়িঘড়ি তাদের বাড়ি ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে দুবাই সরকার। জানা যায় যে, এখন পর্যন্ত ২৭ হাজার ১৮৩ দিরহাম বাড়ি ভাড়া বাকি তাদের। বাংলাদেশি টাকায় যা সাত লাখ টাকারও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।