সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে লটারিতে ৩৩ লাখ টাকা জিতেছেন রাশেদ নামে এক বাংলাদেশি। বিগ টিকিট নামে দেশটির একটি লটারি প্রতিযোগিতায় তিনি এক লাখ দিরহাম জেতেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিগ টিকিট লটারির ২৭৮তম পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদন মতে, বিগ টিকেট লটারির ২৭৮তম পর্বে মোট ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও জর্ডানের নাগরিক এই ছয়জনের প্রত্যেকে ১ লাখ করে মোট ৬ লাখ দিরহাম জিতে নেন।
এর মধ্যে কেউ কেউ বছরের পর বছর ধরে লটারির টিকেট কেনার পর প্রথমবার বিজয়ী হয়েছেন। তাদের অন্যতম বাংলাদেশের প্রবাসী মোহাম্মদ রাশেদ। ১৯ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন ৪৯ বছর বয়সী এ প্রবাসী।
পরিচ্ছন্নতাকর্মী রাশেদ চার বছর আগে আরও ১০ বন্ধুর সাথে বিগ টিকেট লটারি কেনা শুরু করেন। এরপর প্রায় প্রতি মাসেই একসঙ্গে লটারি কিনতেন তারা।
রাশেদ জানান, টিকটকে এক ভিডিও থেকে জানতে পারেন আবুধাবির বিগ টিকিট লটারির কথা। এরপর লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নেন তিনি। তখন থেকে গত চার বছর ধরে প্রতি মাসে টিকিট কিনতেন। যখন লটারি জয়ের খবর পেলেন, তখন তিনি আনন্দে অভিভূত হয়ে যান।
পুরস্কারের অর্থ তার ১০ বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমার ভাগের টাকা দিয়ে কী করব, তা এখনও ঠিক করিনি। তবে কিছু অংশ পরিবারের কাছে পাঠাব এবং বাকিটা দিয়ে আমার ঋণ শোধ করব।’
তিনি আরও জানান, একবার জিতেই তারা থেমে যাননি। বরং আবার টিকিট কিনেছেন নতুন জয়ের স্বপ্নে।
রাশেদ বলেন, ‘আমি ও আমার বন্ধুরা এরই মধ্যে আবার টিকিট কিনে ফেলেছি। পরবর্তী ড্রয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। আমি সবাইকে বিগ টিকিটে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।