বিনোদন ডেস্ক : দুবাইয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু দেশে ফিরেই মন ভাল হয়ে গেল উরফির। আবার হাসিখুশি। বেরিয়ে পড়লেন রাস্তায়।
সন্ধ্যার অন্ধকারে বান্দ্রার রাস্তায় ঝলমল করে উঠলেন উরফি জাভেদ। আলো ঠিকরে পড়ছে তাঁর বুক থেকে। কী রয়েছে সেখানে? মহাজাগতিক কিছু? না, কাছে আসতে দেখা গেল অদ্ভুত এক নেকলেস। রাশি রাশি স্ফটিক দিয়ে তৈরি সেটি।
গলায় কালো স্ট্র্যাপ থেকে ঝুলছে পাথরের জাল, উরফির বুকের উপর। তাতে স্তনদ্বয় ঢাকা পড়ার সম্ভাবনা ক্ষীণ। নেকলেসের ফাঁকে তাঁর শরীরের প্রতিটি রেখা স্পষ্ট। কিন্তু তাতে কী! উরফির আছে মগজাস্ত্র। ত্বকের রঙের স্টিকার সেঁটে নিয়েছেন স্তনবৃন্তে। তাতেই লজ্জা নিবারণ।
নীচে পরেছেন কালো স্কার্ট, যার দু’দিকে চেরা। বৃহস্পতিবার সেই বেশেই তাঁকে দেখা গেল এক রেস্তরাঁয়। দেখা মাত্র ছেঁকে ধরলেন আলোকচিত্রীরা। ক্যামেরার সামনে উরফির সাজও অন্যান্য দিনের তুলনায় উগ্র লাগছিল। তবে হাসিখুশি ছিলেন মডেল-তারকা। অনুরাগীদের সঙ্গে পোজ় দিতে দিতে চলল বাক্যালাপ।
এক জন বললেন, “অনেক দিন পরে দেখলাম আপনাকে…” উরফি বললেন, “ছিলাম না তো এখানে। দুবাই গিয়েছিলাম, আমার খবর আপনারাই ভাল জানবেন।” কেমন কাটল দুবাইয়ের দু’সপ্তাহ? জিজ্ঞাসা করতেই উরফি মুখ শুকিয়ে বললেন, “অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলাম। আর কী বলব…খুব খারাপ ব্যাপার!” তাতে এক অনুরাগী জিজ্ঞাসা করলেন, “এখন ভাল তো?” উরফির জবাব, “দেশে ফিরলে সব ভাল হয়ে যায়।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।