বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অন্যতম স্পোর্টস বাইক নির্মাতা Ducati ইন্ডিয়া 2025 Ducati Panigale V4 লঞ্চ করেছে ৷ আগের থেকে অনেকটাই হালকা এই নতুন স্পোর্টস বাইকগুলি ৷ এটির এজিলিটি, ব্রেকিং এবং ওভারল পারফর্মেন্সেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ এটি দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে – স্ট্যান্ডার্ড এবং S।
স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 29.99 লক্ষ টাকা (এক্স-শোরুম), যেখানে 2025 Ducati Panigale V4 S এর দাম শুরু হচ্ছে 36.50 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে । আপডেট করা মোটরসাইকেলগুলি ভারতে সম্পূর্ণ বিল্ট-আপ মডেল হিসেবে বিক্রি করা হবে । উল্লেখ্য, Ducati Panigale V4 বিশ্বের অত্যাধুনিক স্পোর্টস বাইকগুলির তালকায় অন্যতম ৷ 2025 Panigale V4 হল S মডেলের লাইনআপে 7th জেনেরেশন । অনুমোদিত Ducati ডিলারশিপের মাধ্যমে বুকিং করে, এটি কিনতে করতে পারবেন গ্রাহকরা ৷ বুকিং-এর কয়েকদিন পর নতুন বাইক হাতে পাবেন ক্রেতা ৷
2025 Ducati Panigale V4 নতুন কী?
নতুন Panigale V4-এর ডিজাইন 916 Panigale থেকে অনিপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে । আপডেটেড নতুন Panigale V4-তে উইংলেট-সহ সম্পূর্ণ নতুন ডিজাইনের জ্বালানি ট্যাঙ্ক রয়েছে । হেডল্যাম্পও আগের থেকে পরিবর্তন করা হয়েছে ৷ আরও পাতলা LED হেডল্যাম্পের একটি নতুন সেট রয়েছে। চ্যাসিসের ক্ষেত্রও পরিবর্তন আনা হয়েছে ৷ পুরানো সিঙ্গেল-সাইডেড সুইংআর্মের পরিবর্তে একটি নতুন ডুয়াল-সাইডেড সুইংআর্ম রয়েছে । নতুন সুইংআর্মটি আরও যান্ত্রিক গ্রিপ এবং ট্র্যাকশনের সুবিধা দেয় ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।