দুর্ধর্ষ স্ক্র্যাম্বলার বাইক নিয়ে এলো ডুকাতি, জানুন দাম ও ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন লুকে তিনটি মডেলের স্ক্র্যাম্বলার মোটরসাইকেল নিয়ে বাজারে হাজির হলো ডুকাতি। নির্মাতা প্রতিষ্ঠান নতুন মডেলগুলেঅকে দুর্ধর্ষ বাইকের আখ্যা দিয়েছে। নতুন জেনারেশনের এই বাইকগুলোতে একগুচ্ছ চমক রাখা হয়েছে।

সম্প্রতি ভারতের বাজারে এসেছে ডুকাতি স্ক্র্যাম্বলার আইকন টুজি, থ্রট এবং নাইটশিফট। এসব বাইকের দাম শুরু হয়েছে ১০ লাখ রুপি থেকে। উচ্চ পারফরম্যান্স যুক্ত এই বাইকগুলো বিক্রির জন্য প্রি-বুকিং নেওয়া হচ্ছে।

ডুকাটি স্ক্র্যাম্বলার সিরিজের এই মোটরসাইকেলগুলোতে রয়েছে ৮০৩ সিসির এয়ার-কুলড টু ভালভ ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭৩ হর্সপাওয়ার এবং ৬৫ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে আছে ৬ স্পিড গিয়ারবক্স। রাইডারের সুবিধার্থে বাইকের হ্যান্ডেলবারে পরিবর্তন করেছে সংস্থা। বদল করা হয়েছে সিট, ফুয়েল ট্যাংক, সাইড প্যানেল এবং গ্রাফিক্সও।

বাইকের অন্যতম আকর্ষণ স্ট্রিট লিগ্যাল টারমিগনোনি সাইলেন্সার। এছাড়া থাকছে এলইডি টার্ন সিগন্যাল, স্ট্যান্ডার্ড কুইক শিফট আপ/ডাউনের সুবিধা। এই সিরিজের নাইটশিফট মডেলটি ক্যাফে রেসার বাইক থেকে অনুপ্রাণিত। বাইকগুলোর ওজন আগের মডেলগুলেঅ থেকে ৪ কেজি কমানো হয়েছে।

ডুয়াল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকেও দুরন্ত পারফরম্যান্স পাওয়া যাবে বলে দাবি করেছে ডুকাতি। ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে দুই চাকাতেই ডিস্ক ব্রেক থাকছে এই বাইকগুলোতে। ফিচার্সের ক্ষেত্রে থাকছে ৪.৩ ইঞ্চির টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।