অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দুদকের ঢাকা কার্যালয়ে নিয়োগ পাওয়া ওই দুই কর্মকর্তা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর, সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ ও মো. জাহিদুর রহমান।
২ পুলিশ কর্মকর্তাকে দুদকে নিয়োগের প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।
এ বিষয়ে যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত বর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে পদায়নের নিমিত্ত তাদের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।