আবির হোসেন সজল, লালমনিরহাট : দুইশ পঞ্চাশ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল। অভিযানে দুদকের অভিযানিক দল বেশ কিছু অনিয়মের তথ্য উদঘাটন করেছে।
রোববার (১৮ মে) দুদক কুড়িগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করার সময় কিছু অনিয়মের প্রমাণ পায়। প্রমাণ পাওয়া অভিযোগের মধ্যে রয়েছে রোগীদের জন্য বরাদ্দকৃত ৯০ গ্রাম সমপরিমানের মাছের টুকরো পরিবর্তনে মাত্র ৩০ গ্রামে। কোন টুকরার ওজন সর্বোচ্চ ৫০ গ্রামের চেয়ে বেশী নয়।
রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর না থাকার তথ্য মেলেছে দুদুক টীমের কাছে। অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান এবং রোগীর দুটি জরুরি প্রয়োজনের ওয়াস রুম বন্ধ পেয়েছে দুদুক টীম।এছাড়া রোগী পরিবহনের ট্রলির জন্য জোরপূর্বক অর্থ আদায়ের অনিয়মের তথ্যও উঠে এসেছে।
অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, তাদের তদন্তে বেশ কিছু অনিয়ম আর দূর্নীতির প্রমাণ মেলেছে।সেই সাথে কিছু অভ্যন্তরীন তথ্য উপাত্ত চাওয়া হয়েছে। সবকিছু মিলে প্রধান কার্যালয়ে প্রতিবেদনের তথ্য পাঠানোর কথা জানান জুম বাংলাকে ওই কর্মকর্তা।
অভিযান চলাকালে হাসপাতালে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা বেগম। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃদ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।