যে কারণে কাজের সংখ্যা কম অভিনেত্রী নিহার

অভিনেত্রী নাজনীন নাহার নিহা

বিনোদন ডেস্ক : হালের তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। সাবলীল অভিনয় দিয়ে ঠাঁই করে নিয়েছেন দর্শক হৃদয়ে। সম্প্রতি এই অভিনেত্রী কাজসহ নানান বিষয় নিয়ে মুখোমুখি হন গণমাধ্যমের।

অভিনেত্রী নাজনীন নাহার নিহা

এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন আমার শেখার সময়। তাই একটু বেছে কাজ করি, যাতে শেখার সময়টা পাই। যদি বেশি কাজ করি তাহলে তো কাজের প্রস্তুতি নিতে সময় পাব না। এ কারণেই আমার কাজের সংখ্যা কম।

নিহা আরও বলেন, ঈদুল আজহায় আমার তিনটি নাটক আসার কথা ছিল। কোনো কারণে একটি আসেনি। ‘লাভ রেইন’ মুক্তি পেয়েছে। আরেকটা কিছুদিনের মধ্যেই আসবে।

সাক্ষাৎকারে অভিনেত্রীর বাস্তবজীবনের প্রেম নিয়ে প্রশ্ন করা হয়।

এবার রিলেশন নিয়ে যা বললেন দীঘি

জবাবে তিনি বলেন, আমার জীবনে প্রেম-ভালোবাসা বলতে আমার পরিবার। বাবা মা, ছোটবোন এবং আমার কাজ।

প্রসঙ্গত, বর্তমানে পরিবারকে সময় দিচ্ছেন নিহা। অবসর কাটিয়ে শিগগিরই ফিরবেন কাজে। নতুন কোনো গল্পে, নতুন কোনো নায়কের নায়িকা হয়ে।