ভারতের গুজরাটের ভাদোদারায় ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। মাত্র দুটি পানিপুরি কম দেওয়ায় এক নারী রাস্তা অবরোধে বসেন। খবর অনুযায়ী, ২০ টাকার বিনিময়ে ৬টি পানিপুরি পাওয়ার কথা থাকলেও তাকে দেওয়া হয় মাত্র চারটি। সম্প্রতি এনডিটিভির ভিডিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে।
নারীটি দাবি জানিয়ে রাস্তার মাঝখানে বসে পড়েন এবং জোর গলায় বলেন, ২০ টাকায় ৬টা পুরি চাই, কম হলে চলবে না। পথচারীরা প্রথমে অবাক হলেও পরে অনেকেই মোবাইলে ভিডিও করতে শুরু করেন। অবরোধের কারণে যানজট সৃষ্টি হয় এবং গাড়ি চালকদের পক্ষে তাকে এড়িয়ে চলা ছাড়া উপায় ছিল না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ এসে তাকে সরানোর চেষ্টা করেন। ঘণ্টার পর ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ তাকে সরায়। তবে শেষ পর্যন্ত নারীটি তার চাহিদামতো পূর্ণ সংখ্যক পুরি পেয়েছেন কি না, তা জানা যায়নি।
এই ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং একদিকে ব্যঙ্গ-হাসি সৃষ্টি করেছে।
সূত্র : গালফ নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।