বিনোদন ডেস্ক : মরে যাওয়া মানুষটির হঠাৎ বাস্তব জীবনে আগমন! এটা অবিশ্বাস্য একটি চিন্তা। তাও আবার মৃত্যুটি দুইশত বছর আগের। এমনই এক অদ্ভুত গল্পের নাটক নির্মাণ করেছে বিটিভি।
২৭ জানুয়ারি শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ‘দম ফুরালেই ঠুস’ নামের এই নাটকটি।
লিটু সাখাওয়াতের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অভিনয় করেছেন মনির আহমেদ শিমুল, রিমি করিম, মাইশা, আশরাফুল আশিক, আদিত্য আলম প্রমুখ।
প্রযোজক তথা নির্দেশক শাহজামান মিয়া গল্পটি প্রসঙ্গে জানান, নজর মিয়া প্রায় দুইশত বছর আগে মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ ভোগ করছে তারই ছোট ছেলের পোতা শামীম। যে লোক ঠকিয়ে জোর-জবরদস্তি করে অন্যের সম্পদ নিজের করে নিয়েছে।
একদিন আচমকা তার বাড়িতে হাজির হয় নজর মিয়া। মৃত লোককে দুইশত বছর পর জীবিত দেখে অবাক হয়ে যায় তার পরিবারের সবাই। শামীমের মতো হুবহু দেখতে নজর মিয়া জমির দলিল আর কাগজপত্র নিয়ে সম্পদের দাবি করতে থাকে। শামীম কিছুতেই তা বিশ্বাস করতে পারে না। কিন্তু চেহারার সঙ্গে হুবহু মিল থাকায় সে চিন্তায় পড়ে যায়।
এভাবে চলতে থাকে রহস্যময় নাটকের গল্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।