লাইফস্টাইল ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে যে কেউ চমকে উঠতে বাধ্য। ধ্বংস হচ্ছে দুনিয়া, সেই সময় কেমন হতে পারে পৃথিবীর চেহারা? একই সঙ্গে পৃথিবীতে উপস্থিত অন্তিম প্রাণীদের দেখতে কেমন হবে, সেই ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল শেষ সেলফি।
বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল পৃথিবী ধ্বংস হতে চলেছে। সেই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল পুরো দুনিয়া। সেই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সিনেমা তৈরি হয়েছে। সকলেরই এই বিষয়ে গভীর আগ্রহ রয়েছে। পৃথিবী ধ্বংসের সময় কেমন হবে এবং সেই সময় প্রাণের কোনও অস্তিত্ব থাকবে কিনা, সেই বিষয়ে সকলের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। এর উত্তর খোঁজার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং অনুসন্ধান করে চলেছেন। কিন্তু, এখনও সঠিক কোনও উত্তর পাওয়া যায়নি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধ্বংস হতে যাওয়া দুনিয়ার হাড়হিম করা শেষ সেলফি।
The DALL-E 2 neural network, which specializes in creating photorealistic images, was asked to generate images for the query “the last selfie taken on Earth.” pic.twitter.com/zEvuEXS1jb
— Tom-Tarek Sharz 🇬🇧,🇨🇭,🇦🇹, 🇩🇪,🇪🇸,🇯🇵, (@sharz_tom) July 29, 2022
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। @sharz_tom নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার সময় কেমন হতে চলেছে তার রূপ। একই সঙ্গে ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, পৃথিবীতে বেঁচে থাকা অন্তিম প্রাণীদের রূপ। তাদের দেখতে খুবই ভয়ংকর। এক নজরে দেখে তাদের মনে হতে পারে কোনও অশরীরী আত্মা। কিন্তু, বলা হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা অন্তিম প্রাণীদের দেখতে এমনই হবে। নেটিজেনরাও চমকে উঠেছেন তাদের ছবি দেখে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে পৃথিবীর শেষ সেলফির ছবি।
শাড়ি পরে কলেজ স্টুডেন্টদের সামনেই তুমুল ড্যান্স দিলো আইএএস অফিসার
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি তৈরি করা হয়েছে DALL-E 2 নামের একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট ইমেজ জেনারেটর দিয়ে। সেখানে ফুটিয়ে তুলে হয়েছে পৃথিবী ধ্বংসের সময় তার অন্তিম রূপ। একই সঙ্গে সেখানে দেখানো হয়েছে পৃথিবীতে শেষ পর্যন্ত বেঁচে থাকা প্রাণীর ছবি, যা খুবই ভয়ংকর। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।