বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় শাহরুখ খানের ‘ডানকি’। রাজকুমার হিরানির পরিচালনায় এই সিনেমা ইতোমধ্যেই দর্শকের প্রশংসায় ভাসছে।
বক্সঅফিসে কতটুকু বাজিমাত করবে ‘ডানকি’ এ নিয়েও জল্পনা চলছে।
বৃহস্পতিবার ‘ডানকি’ মুক্তি ঘিরে এক্স-এ (সাবেক টুইটার) আস্ক এসআরকে সেশন রেখেছিলেন কিং খান। যেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
সেখানেই শাহরুখকে এক ভক্ত মজা করে প্রশ্ন করেন, ‘ডানকি’র প্রথম দিনের কালেকশন আর মিচেল স্টার্কের নিলামের দামের মধ্যে পার্থক্য কতটুকু?
জবাবে শাহরুখ লিখেন, ‘এই দুটোর মধ্যে তুলনাই হয় না। ডানকি থেকে আমার কাছে যে টাকা আসবে সেটা মিচেল স্টার্ক নিয়ে নেবে।’
অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ টাকায় দলে টেনেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এটাই ছিল সর্বোচ্চ দামে কোনো ক্রিকেটারকে নেওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।