বিনোদন ডেস্ক : চলতি বছর বলিউড দখলে কিং খান শাহরুখের। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর তৃতীয়বারের মতো পর্দায় এসেছেন বলিউড বাদশাহ। রাজ কুমার হিরানির পরিচালনায় প্রথমবারের মতো ‘ডানকি’তে দেখা গিয়েছে তাকে। মুক্তির পর বলা চলে। বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ডানকি’। বাস্তব ঘটনার আলোকে নির্মিত হওয়ায় এর সঙ্গে দর্শকের সংযোগও হচ্ছে বেশ ভালোভাবে। সে কারণে প্রশংসিতও হচ্ছে এটি।
এদিকে এবার ভারতের রাষ্ট্রপতি ভবনে দেখানো হল সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের খবর, রোববার (২৪ ডিসেম্বর) ‘ডানকি’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সময়ে ‘ডানকি’র গল্প অত্যন্ত প্রাসঙ্গিক বলেই সিনেমা দেখে আপ্লুত রাষ্ট্রপতি ভবনের দর্শকেরা। সকলেই এই সিনেমা ও অভিনেতাদের প্রশংসা করেছেন।
এদিকে সিনেমাটি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হওয়ায় উচ্ছ্বসিত শাহরুখ খানের অনুরাগীরা। ছবিটিকে করমুক্ত ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে অভিনয় করেছেন ‘ডানকি’ ছবিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।