‘সালার’কে ছাড়াবে ‘ডানকি’?

বিনোদন ডেস্ক : সম্প্রতি রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমেল’ বক্স অফিসের মুখে চওড়া হাসি চড়িয়েছে। বছরের শেষে এসে এবার বক্স অফিসে দাপট দেখাচ্ছে প্রভাস অভিনীত ‘সালার’। পিছু পিছু ছুটছে শাহরুখ খানের ‘ডানকি’ও। সব মিলিয়ে সরগরম ভারতীয় বক্স অফিস।

বড়দিন সামনে রেখে ‘ডানকি’র সঙ্গে প্রায় একই সময়ে ‘সালার’-এর মুক্তির ঘোষণা আসলে তখন অনেকেই ভেবেছিলেন, শাহরুখ খান অভিনীত সিনেমার সামনে দাঁড়াতেই পারবে না প্রভাসের ‘সালার’। তবে ছবি দুটি মুক্তির পর থেকে পাশার দান উল্টে গেছে।

‘ডানকি’ গত ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ভারতের ৪ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে রাজকুমার হিরানি নির্মিত এই সিনেমা। ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’। বলি মুভি রিভিউজ জানিয়েছে, পাঁচ দিনে ‘ডানকি’ ভারতে আয় করেছে ১২৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২১১.১৩ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৭৮ কোটি ৮৬ লাখ টাকার বেশি।

মুক্তির প্রথম দিন ‘ডানকি’র আয় এসেছিল ২৯ কোটি ২ লাখ। দ্বিতীয় দিন আয়ের অঙ্ক কমে গিয়ে দাঁড়ায় ২০ কোটি ১২ লাখ রুপিতে। তৃতীয় দিনের আয়ের অঙ্ক ছিল ২৪ কোটি ৩ লাখ। গতকাল, অর্থাৎ মুক্তির চতুর্থ দিন বক্স অফিসে ‘ডানকি’ দারুণ সাড়া ফেলেছে। চতুর্থ দিন এই ছবির ঝুলিতে ঢুকেছে ২৯ কোটি রুপি। পঞ্চম দিনে আয় করেছে ২০ কোটি ৫ লাখ রুপি।

অন্যদিকে, মুক্তির প্রথম দিন বক্স অফিসের সব রেকর্ড ভেঙ্গে দিয়ে প্রায় ৯৫ কোটি রুপি ব্যবসা করেছে প্রভাসের ‘সালার’। তবে দ্বিতীয় দিন ব্যবসায় একটু ভাটা পড়েছিল (৫৬ কোটি ৩৫ লাখ রুপি)। মুক্তির তৃতীয় দিন প্রায় ৬১ কোটি রুপি ঝুলিতে পুরেছে প্যান ইন্ডিয়া ছবিটি। তিন দিনে ভারতীয় বক্স অফিস থেকেই এ ছবির মোট আয় ২০৮ কোটি রুপি পার হয়ে গেছে। আর চতুর্থ দিন শেষে সারা বিশ্বের বক্স অফিস থেকে ছবিটির আয়ের পরিমাণ ৪৩৫ কোটির কাছাকাছি। অর্থাৎ ব্যবসার দিক থেকে ‘সালার’ অনেক এগিয়ে আছে ‘ডানকি’র তুলনায়।

এ বছর বলিউড বাদশাহর তৃতীয় মুক্তিপ্রাপ্ত ছবি ডানকি। এর আগে, বক্স অফিসে দাপটের সাথে আলোর মুখ দেখেছিল তার ‘পাঠান’ ও ‘জাওয়ান’। রাজকুমার হিরানির ছবিটি সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করেছে। মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে। তবে যদি শুধু বক্সঅফিস নিয়ে কথা বলা হয়, ডানকি এখানে প্রভাসের সিনেমার চেয়ে পিছিয়ে। ডানকি কি ব্যবসার দিক থেকে ‘সালার’কে ছাড়িয়ে যেতে পারবে? এই প্রশ্নের উত্তর দিতে পারে কেবল সময়।