বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নিজের মোবাইলে অনেক সময় ইন্টারনেট থাকে না তখন জরুরি প্রয়োজনে অন্যের মোবাইলে লগইন করতে হয়। কখনো কখনো লগআউট করতে ভুলে যায়। আবার অফিসের কম্পিউটারে ফেসবুক লগইন করা থাকে। অনেক সময় কাজের চাপে লগআউট করতে ভুলে যায়।
এছাড়া সাইবার ক্যাফেও অনেক সময় ফেসবুক লগইন করলে লগআউট করতে ভুলে যায়। এতে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। টনশনে থাকতে হয় নিজের ব্যক্তিগত তথ্য অন্য কেউ দেখে নিলো কিনা। এছাড়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ারও শঙ্কাও থাকে। এক্ষেত্রে চিন্তার কিছু নেই। চাইলে দূর থেকেই আপনি সহজেই ফেসবুকের লগআউট করতে পারবেন।
দূর থেকে অ্যাকাউন্ট লগআউট করার জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এবার সেটিংসে ক্লিক করে Security and login নির্বাচন করেই ডান পাশে where you are logged in অপশন দেখা যাবে।
যতগুলো যন্ত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চালু আছে, সেগুলোর নাম এবং আইপি ঠিকানা দেখাবে অপশনটি। এবার see more বাটনে ক্লিক করে নিচে থাকা log out all sessions অপশনে ক্লিক করলেই সব যন্ত্র থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগআউট হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।