জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীরা চলতি বছরই তাদের টাকা বা বন্ড বুঝে পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
গ্রাহকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, “চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা বা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন।”
তিনি আরও বলেন, “দুর্বল ব্যাংকের বিষয়ে আমি বহু বছর ধরে সতর্ক করে আসছি। অনেকেই বেশি লাভের আশায় এস আলম গ্রুপের ব্যাংকে টাকা রেখেছেন, এখন বিপদে পড়েছেন। তবে আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং ধাপে ধাপে সমাধান হবে।”
এছাড়া, সমবায় সমিতির অনিয়ন্ত্রিত কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে গভর্নর বলেন, “এসব প্রতিষ্ঠান স্থানীয়ভাবে লোন শার্ক তৈরি করছে। তাই এগুলোর লাইসেন্সিং নীতিমালা পর্যালোচনা করা হবে।”
ক্ষুদ্র ঋণের ভূমিকা নিয়েও গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি বলেন, “আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে।”
বিকাশ সবাইকে দিচ্ছে ৫০০ টাকা, ভাইরাল সংবাদের সত্যতা জানা গেল
প্রসঙ্গত, ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতির কারণে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন কয়েকটি ব্যাংক সংকটে পড়েছে। ফলে আমানতকারীরা তাদের সঞ্চিত অর্থ চাহিদা অনুযায়ী তুলতে পারছেন না। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।