দুর্বল ১০ হাজার কর্মী শনাক্তের নির্দেশ গুগলে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কাজে দুর্বল প্রায় ১০ হাজার কর্মীকে শনাক্ত করার নির্দেশ দিয়েছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এনডিটিভি জানিয়েছে, ২০১৭ সাল থেকে গুগলকে ছয় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগকারী প্রতিষ্ঠান জানিয়েছে, কম্পানিতে অনেক বেশি কর্মী রয়েছে এবং প্রতি কর্মচারীর খরচ খুবই বেশি।

গুগল-কর্মী ছাটাই

এরই মধ্যে কর্মীদের সক্ষমতা যাচাইয়ের ব্যবস্থা সামনে এনেছে গুগল। গুগলের প্রায় ১০ হাজার কর্মীকে কাজেকর্মে দুর্বল হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এবার বলা হয়েছে ছয় শতাংশ কর্মীকে চিহ্নিত করার কথা। এর আগে কাজে দুর্বল এমন ২ শতাংশ কর্মীকে চিহ্নিত করতে বলা হয়েছিল।

অন্যদিকে গুগলের দক্ষ কর্মীদের হারও কমানোর কথা বলা হয়েছে। ২০২৩ সালের শুরুর দিকে দুর্বল কর্মীদের আলাদা করতে নতুন ব্যবস্থা গুগল ব্যবস্থাপকদের সহায়তা করবে। কর্মীদের বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রেও এটি কাজে লাগাতে পারবেন তারা।

জানুয়ারিতে রিজার্ভ সংকট কেটে যাবে : গভর্নর

এখনো কর্মীদের চাকরিচ্যুত করার মতো কোনো পদক্ষেপ গুগল নেয়নি। তবে মেটা, টুইটার, অ্যামাজন যেভাবে ছাঁটাইয়ের পথে হেঁটেছে, তাতে করে গুগলেও ছাঁটাইয়ের শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র : এনডিটিভি।