দুর্দান্ত বেলি ড্যান্সে ঝড় তুললেন সৃজলা, তুমুল ভাইরাল ভিডিও

দুর্দান্ত বেলি ড্যান্স

বিনোদন ডেস্ক : ধারাবাহিকের পর এবার ডান্স রিয়েলটি শোয়ের মঞ্চে দেখা মিললো অভিনেত্রী সৃজলার। সম্প্রতি ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রির মঞ্চে দেখা মিলবে অভিনেত্রীর। একসময় মুম্বাইয়ের প্রথম সারির জনপ্রিয় মডেলদের মধ্যে তার নাম ছিল। এরপর ছোট পর্দায় ‛মন ফাগুন’ ধারাবাহিকে কাজ করে পেয়েছেন সাফল্য। পর্দায় বেশ জনপ্রিয় ছিল ধারাবাহিকটি।

দুর্দান্ত বেলি ড্যান্স

নির্মাতাদের আউট অফ দ্য বক্স কন্টেন্ট নিয়ে তৈরি এই ধারাবাহিকটি তরুণ প্রজন্মের কাছে বেশ পছন্দের ছিল। কিন্তু সবকিছুর পরেও মাত্র ১ বছরের মধ্যেই পর্দা থেকে বিদায় নিয়েছে এই ধারাবাহিক।

আপাতত অভিনেত্রী নিজের মতোই সময় কাটাচ্ছেন। এই তো দিন কয়েক আগেই হট ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন উষ্ণতা। আর এবার রিয়েলিটি শোয়ের মঞ্চে আগুন ধরালেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই প্রোমো।

যেখানে দেখা যাচ্ছে, এক পারফর্মমারের সঙ্গে জুটি বেধে বেলিডান্স দেখালেন অভিনেত্রী। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি দারুন নাচও করেন অভিনেত্রী। এদিন সৃজলা, অনুব্রত ও কথাকলির নাচে জমে উঠবে ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ র মঞ্চ।

সৃজ্লা, অনুব্রত ও কথাকলি-র নাচে মাতবে ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি-র মঞ্চ!

এদিন এই শোয়ে এসে ভাসান বাপি অর্থাৎ রোহন ভট্টাচার্যর সঙ্গেও দেখা হয় সৃজলার। একসময় তারা সম্পর্কে ছিলেন। কিন্তু কিছুদিন আগেই তাদের বিচ্ছেদ হয়েছে।

ভক্তদের ভালবাসায় সিক্ত মল্লিক বাড়ির মেয়ে

চলতি বছরের ৬ আগস্ট থেকে শুরু হয়েছে এই শো। এই মঞ্চে বিচারকের ভূমিকায় দেখা মিলছে দেব ও রুক্মিণী। সঙ্গে রয়েছেন হট গার্ল মনামী। এছাড়াও ৩ ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছে ‛গুনগুন’ ওরফে তৃনা খুকুমণি’ ওরফে দ্বিপান্বিতা আর ‛গঙ্গারাম’ ওরফে অভিষেক।