বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইতালির জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ডুকাতি এই প্রথম ইলেকট্রিক সাইকেল আনল। এই সাইকেলের টর্ক বাইকের চেয়েও বেশি। কার্বন ফ্রেমের তৈরি এই ই-সাইকেলের নাম পাওয়ার স্টেজ আরআর। এটি লিমিটেড এডিশনে বাজারে এসেছে।
ইতালির মিসানোয় একটি বাইক ফেস্টিভ্যালে ডুকাতি ই-বাইকের প্রথম ঝলকটি দেখানো হয়। এটি লিমিটেড এডিশন হওয়ার ফলে বিশ্বজুড়ে মাত্র ২৩০টি ইউনিট বিক্রি করা হবে। ইউরোপের দেশগুলোতে এই বাইকের দাম রাখা হয়েছে সাড়ে দশ লাখ টাকা।
হাই-এন্ড ইলেকট্রিক বাইকের গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে ফুল কার্বন ফাইবার ফ্রেম, মূলক হাই-স্ট্রেস এরিয়াগুলোতে অতিরিক্ত কার্বন লেয়ার দেওয়া হয়েছে। এর ফলে বাইকটি যেমন টেকসই হয়েছে, তেমনই আবার দুর্গম পরিস্থিতিতেও টপ-নচ পারফরম্যান্স দিতে পারে।
পাওয়ার স্টেজ আরআর লিমিটেড এডিশনের এই ইলেকট্রিক বাইকে দেওয়া হয়েছে বাস্তবধর্মী ইপি৮০১ সিস্টেম। টপ-অফ দ্য লাইন ই-বাইকটি সর্বাধিক ৫০০ ওয়াট পাওয়ার আউটপুট দিতে পারে। এটি ৮৫ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। যা সাধারণ মোটরসাইকেলের তুলনায় অনেক গুণ বেশি।
বৈদ্যুতিক বাইকটিতে ইপি৮ মোটর রয়েছে, যা রাইডারের প্যাডেলিং পাওয়ার ৪০০% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এছাড়া লাইটওয়েট কার্বন ফাইবার ফ্রেম ই-বাইকটির সামগ্রিক পারফরম্যান্স মসৃণ করে।
ইলেকট্রিক বাইকটিতে হাই-কোয়ালিটির সাসপেনশন এবং কম্পোনেন্ট রয়েছে, যা বিলাসবহুল রাইডিং অভিজ্ঞতা দিতে পারে চালকদের। ২৯ ইঞ্চির ফ্রন্ট হুইল এবং২৭.৫ ইঞ্চির রিয়ার হুইল সহযোগে অনন্য মুলেট সেটআপ পেয়েছে বাইকটি। চাকায় কার্বন ফিল্টার থাকার ফলে বাইকটি আরও হালকা হয়েছে।
লিমিটেড এডিশনের এই ব্যাটারিচালিত বাইকটি বাজারে আনার ফলে দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেতে থাকা বিশ্বের ই-বাইকের মার্কেটে অন্যতম প্রতিযোগী হয়ে গেল ডুকাতি।
এই বাইকের হাই-এন্ড কম্পোনেন্ট, এক্সক্লুসিভ ফিচার, বাজারে কম সংখ্যায় মডেল নিয়ে আসা আসলে গ্রাহকমহলে আরও উত্তেজনা তৈরির অনন্য কৌশল নিল সংস্থাটি। অভিনবত্ব এবং নতুনত্বের মিশেলে একটা ইলেকট্রিক বাইকও যে কতটা পারফরম্যান্স নির্ভর করা যেতে পারে, তারও একটা আন্দাজ দিল ডুকাতি।
বাইকের চেয়েও বেশি টর্ক ডুকাতির এই ইলেকট্রিক সাইকেলের ইতালির জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ডুকাতি এই প্রথম ইলেকট্রিক সাইকেল আনল। এই সাইকেলের টর্ক বাইকের চেয়েও বেশি। কার্বন ফ্রেমের তৈরি এই ই-সাইকেলের নাম পাওয়ার স্টেজ আরআর। এটি লিমিটেড এডিশনে বাজারে এসেছে।
ইতালির মিসানোয় একটি বাইক ফেস্টিভ্যালে ডুকাতি ই-বাইকের প্রথম ঝলকটি দেখানো হয়। এটি লিমিটেড এডিশন হওয়ার ফলে বিশ্বজুড়ে মাত্র ২৩০টি ইউনিট বিক্রি করা হবে। ইউরোপের দেশগুলোতে এই বাইকের দাম রাখা হয়েছে সাড়ে দশ লাখ টাকা।
হাই-এন্ড ইলেকট্রিক বাইকের গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে ফুল কার্বন ফাইবার ফ্রেম, মূলক হাই-স্ট্রেস এরিয়াগুলিতে অতিরিক্ত কার্বন লেয়ার দেওয়া হয়েছে। এর ফলে বাইকটি যেমন টেকসই হয়েছে, তেমনই আবার দুর্গম পরিস্থিতিতেও টপ-নচ পারফরম্যান্স দিতে পারে।
পাওয়ার স্টেজ আরআর লিমিটেড এডিশনের এই ইলেকট্রিক বাইকে দেওয়া হয়েছে বাস্তবধর্মী ইপি৮০১ সিস্টেম। টপ-অফ দ্য লাইন ই-বাইকটি সর্বাধিক ৫০০ ওয়াট পাওয়ার আউটপুট দিতে পারে। এটি ৮৫ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। যা সাধারণ মোটরসাইকেলের তুলনায় অনেক গুণ বেশি।
বৈদ্যুতিক বাইকটিতে ইপি৮ মোটর রয়েছে, যা রাইডারের প্যাডেলিং পাওয়ার ৪০০% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এছাড়া লাইটওয়েট কার্বন ফাইবার ফ্রেম ই-বাইকটির সামগ্রিক পারফরম্যান্স মসৃণ করে।
ইলেকট্রিক বাইকটিতে হাই-কোয়ালিটির সাসপেনশন এবং কম্পোনেন্ট রয়েছে, যা বিলাসবহুল রাইডিং অভিজ্ঞতা দিতে পারে চালকদের। ২৯ ইঞ্চির ফ্রন্ট হুইল এবং২৭.৫ ইঞ্চির রিয়ার হুইল সহযোগে অনন্য মুলেট সেটআপ পেয়েছে বাইকটি। চাকায় কার্বন ফিল্টার থাকার ফলে বাইকটি আরও হালকা হয়েছে।
লিমিটেড এডিশনের এই ব্যাটারিচালিত বাইকটি বাজারে আনার ফলে দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেতে থাকা বিশ্বের ই-বাইকের মার্কেটে অন্যতম প্রতিযোগী হয়ে গেল ডুকাতি।
এই বাইকের হাই-এন্ড কম্পোনেন্ট, এক্সক্লুসিভ ফিচার, বাজারে কম সংখ্যায় মডেল নিয়ে আসা আসলে গ্রাহকমহলে আরও উত্তেজনা তৈরির অনন্য কৌশল নিল সংস্থাটি। অভিনবত্ব এবং নতুনত্বের মিশেলে একটা ইলেকট্রিক বাইকও যে কতটা পারফরম্যান্স নির্ভর করা যেতে পারে, তারও একটা আন্দাজ দিল ডুকাতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।