দুর্দান্ত ফিচার নিয়ে নাথিং আনল টুএ প্লাস মডেল

Nothin PHone

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) অবয়বের কারণে দ্রুতই জনপ্রিয় হয় স্মার্টফোন ব্র্যান্ড নাথিং। নতুন সিরিজে এলো টুএ প্লাস মডেল। বিশেষ বৈশিষ্ট্য ১২ জিবি র‌্যাম। থাকছে দুটি সংস্করণ। সামনে-পেছনে ৫০/৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এখন প্রি-অর্ডার চলছে অনলাইনে। চলতি মাস থেকেই শুরু হয়েছে বিপণন।

Nothin PHone

বিশেষ বৈশিষ্ট্য : ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে গিলফ ইন্টারফেস; সামনে-পেছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা; ১২ জিবি র‍্যাম আর ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

দুটি সংস্করণেই স্টোরেজ ২৫৬ জিবি। র‌্যামে থাকবে ৮ জিবি আর ১২ জিবি সংস্করণ। রঙের বৈচিত্র্যে থাকছে কালো ও ধূসর। আগ্রহীরা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে প্রি-অর্ডার করতে পারবেন। টুএ প্লাস মডেলে প্রসেসর পাওয়া থাকবে ফোরএনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ প্রো ফাইভজি প্রসেসর। কানেক্টিভিটিতে থাকছে ফাইভজি, ফোরজি ও ব্লুটুথ (৫.৩) সংস্করণ।

ফিচার্সের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আইপি৫৪ রেটিং। ব্যাটারি ৫ হাজার এমএএইচ ও ৫০ ওয়াট ফাস্ট চার্জিং। নির্মাতাদের দাবি, শূন্য থেকে একশ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫৬ মিনিট। বিশেষ সুবিধা ৫ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। ওজন ১৯০ গ্রাম। ডিসপ্লে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড। রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লে সুরক্ষিত রাখবে কর্নিং গরিলা গ্লাস ফাইভ সংস্করণ। সর্বাধিক ১৩ হাজার নিটস ব্রাইটনেস।

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ। নির্মাতারা জানান, তিন বছর অ্যান্ড্রয়েড আপডেট ও চার বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে মডেলে। ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে ভিজ্যুয়াল নোটিফিকেশনে গিলফ ইন্টারফেস মডেলটির বিশেষ আকর্ষণ বলে উল্লেখ করা হয়। দুটি সংস্করণের দামই ৪০ হাজার টাকার কমবেশি হবে।