বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা। এমতাবস্থায়, যুগের সাথে তাল মিলিয়ে এবং ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে সংস্থাগুলি।
সেই তালিকায় পিছিয়ে নেই Samsung-ও। জানা গিয়েছে, এবার এই জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থাটি আগামী ১ ফেব্রুয়ারি তার নতুন স্মার্টফোন Galaxy S Series-কে উপস্থাপিত করবে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানি আগামী ১ ফেব্রুয়ারি রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ এই স্মার্টফোনের সিরিজ লঞ্চ করবে বলেও জানা গিয়েছে। মূলত, এই সিরিজে Samsung Galaxy S23, Samsung Galaxy S23 Plus এবং Samsung Galaxy S23 Ultra এই তিনটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। পাশাপাশি, ইতিমধ্যেই এই স্মার্টফোন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছে।
জানিয়ে রাখি যে, আপনি যদি এই স্মার্টফোনের সিরিজের লঞ্চিং ইভেন্টটি সরাসরি দেখতে চান, সেক্ষেত্রে সেটি কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় ওইদিন রাত ১১ টা ৩০ মিনিট থেকে দেখা যাবে। মূলত, পুরো বিষয়টির লাইভ স্ট্রিমিং হবে। এদিকে, আপনি Samsung Galaxy S23 সিরিজের প্রি-বুক করলে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
কি কি ফিচার্স থাকতে পারে এই স্মার্টফোনে: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই স্মার্টফোনের বিষয়ে তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে মোবাইলপ্রেমীদের মধ্যে। পাশাপাশি, এই ফোনের একাধিক ফিচার্স সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মূলত, এই স্মার্টফোনগুলির সিরিজ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দিয়ে সজ্জিত রয়েছে।
এছাড়াও, Samsung Galaxy S23 সিরিজে একটি বড় ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই সিরিজের ফোনে একটি ২০০ MP-র প্রধান ক্যামেরাও রয়েছে। পাশাপাশি, সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ৪০ MP-র ক্যামেরা দেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ফোনে একটি ৫,০০০ mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।