লাইফস্টাইল ডেস্ক : শুরু হয়ে গিয়েছে শীতের ইনিংস, আর এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে অন্যতম সুস্বাদু সবজি ফুলকপি। এটি শীতকালীন সবজি হলেও এখন বর্তমানে সারা বছরই পাওয়া যাচ্ছে। এই সবজি খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর।
এতে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট ও। আবার এই সবজি ওজন কমাতেও সাহায্য করে। আজকের এই প্রতিবেদনে এমনই একটি সুস্বাদু সবজি দিয়ে মুচমুচে পকোড়ার রেসিপি শেয়ার করা হলো। যা শীতের সন্ধেতে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত স্নাক্স।
উপকরণ :
* ফুলকপি
* ময়দা
* কর্নফ্লাওয়ার
* তেল
* লঙ্কাগুঁড়ো
* হলুদ গুঁড়ো
* ধনে গুঁড়ো
* চাট মসলা
* স্বাদমতো নুন
প্রণালী :
প্রথমে বাজার থেকে কিনে আনা ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়ে নুন গরম জলে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে তুলে নিতে হবে। এরপর এর সঙ্গে লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মসলা, ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি ও অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর কড়াইতে তেল গরম করে নিতে হবে। এখন এই গরম তেলে ফুলকপি টুকরোগুলি দিয়ে কম আঁচে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরপর যে কোনো সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই মুচমুচে স্নাক্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।