বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। যেটুকু খবর, চলতি বছর শেষ হওয়ার আগেই শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো মডেল দুটি বাজারে আনতে চলেছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানিটি।
জানা গেছে, ১৪ প্রো মডেলটির হাত ধরে শাওমি সর্বপ্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ ব্যবহারকারী ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হবে।
ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সামনে এসেছে।
কার্তিকেয় সিং নামে এক ভারতীয় টিপস্টারের দাবি, শাওমি ১৪ প্রো-তে ৬.৭ ইঞ্চির মাইক্রো কোয়াড কার্ভড ২কে সি৮ ডিসপ্লে থাকবে, যা ১ হার্টজ থেকে ১২০ হার্টজ ডায়নামিক এলটিপিও রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনটি গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত এবং এতে ১ মিলিমিটারের আল্ট্রা-স্লিম বেজেল দেখা যাবে। এছাড়া, স্ক্রিনটি এইচডিআর১০+, ফুল লিংক ডলবি ভিশন এবং প্রো কালার টিউনিং এবং বিশ্বের সর্বোচ্চ ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। চোখের ওপর চাপ কমাতে ডিসপ্লেটিতে ২কে+হার্টজ পিডাব্লিউএম ডিমিংও অন্তর্ভুক্ত থাকবে।
টিফিনের টাকা জমানো মাটির ব্যাংক ভেঙে অসুস্থ অভিভাবকের পাশে শিক্ষার্থীরা
এতে সর্বাধিক ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৪,৮৬০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ফোনটি ১২০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।