বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হিরোর ঐহিত্যবাহী মোটরসাইকেল কারিজমা। বহু আগেই এই বাইক মার্কেট আউট হয়। বহু প্রতীক্ষিত মোটরবাইক কারিশমা নতুন রূপে ও নামে ফিরল। ভারতের বাজারে এলো হিরো কারিজমা এক্সএমআর ২১০ মডেল।
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল হিরো নতুন বাইক আনছে। তবে কী বৈশিষ্ট্য, কত দাম রাখা হয়েছে তা নিয়ে ছিল কৌতূহল। সেই সব কৌতূহলের জবাব দিতে মঙ্গলবার জনপ্রিয় কারিজমার নতুন অবতার লঞ্চ করল হিরো।
তরুণ বাইক-প্রেমীদের আকৃষ্ট করতে এই বাইকে মডার্ন ডিজাইন এবং ফিচার্স রেখেছে কোম্পানি। হিরো মটোকর্পের দাবি, এক সময় ভারতীয় বাজারে কারিজমার যে ঐতিহ্য ছিল তা ফের একবার জাগিয়ে তুলতে এই মোটরবাইক আনা হয়েছে।
হিরো কারিজমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হৃতিক রোশন। হলেন তিনি। এই বাইক নিয়ে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট করতেও দেখা গিয়েছে তাকে। নতুন হিরো কারিশমায় ইঞ্জিনের করা হয়েছে বদল, যোগ হয়েছে একাধিক ফিচার্সও।
এই মোটরসাইকেলে থাকছে ২১০ সিসির ৪ ভালভ লিকুইড কুলড ডিওএইচসি ইঞ্জিন, সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন সর্বোচ্চ ২৫.৫ পিএস শক্তি এবং ২০.৪ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারবে। থাকছে স্লিপার ক্লাচ। এর আগে যে কারিশমা বিক্রি হত তাতে মিলত ২২০ সিসি ইঞ্জিন। বাইকের সর্বোচ্চ গতি ১৪৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। কোম্পানির দাবি অনুযায়ী মাইলেজ ৩২.৮ কিলোমিটার প্রতি লিটার।
নতুন এই মোটরসাইকেল থাকছে ৬ স্টেপ মনোশক সাসপেনশন, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, অ্যাডজাস্টেবেল উইন্ডশিল্ড, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ইত্যাদি। নতুন হিরো কারিজমার দাম ১ লাখ ৭২ হাজার ৯০০ রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।