বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে এলো সবচেয়ে দ্রুতগতির ইলেকটিক বাইক। এই বৈদ্যুতিক বাহন এনেছে আল্ট্রাভায়োলেট। মডেল এফ৯৯। এটি একটি ভারতীয় প্রতিষ্ঠান। ব্যাটারিচালিত বাইকটি ভারতেই তৈরি করা হয়েছে।
এই ইলেকট্রিক বাইকের নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, তাদের তৈরি এফ৯৯ মডেল মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারবে।
ইআইসিএমএ ২০২৩ এর আসরে এই বাইক প্রদর্শন করেছে আল্ট্রাভায়োলেট। এটি একটি সুপারবাইক। যদিও এটি এখনো কনসেপ্ট পর্যায়ে রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা সফল হবে শিগগিরই আন্তর্জাতিক বাজারে আসবে।
কনসেপ্ট হলেও এটিই যে দেশের সবথেকে দ্রুতগতির ইলেকট্রিক বাইক তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এর আগে এই রকম গতি সম্পন্ন ইলেকট্রিক বাইক কোনো ভারতীয় প্রতিষ্ঠান বাজারে আনেনি।
ব্যাটারি চালিত এই মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৬৫ কিলোমিটার। এই বাইকে যে লিকুইড কুলড মোটর রয়েছে তা সর্বোচ্চ ১২০ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। যা ইয়ামাহা, কাওয়াসাকি, সুজুকিসহ একাধিক প্রতিষ্ঠানের নির্মিত স্পোর্টস বাইকের থেকেও বেশি। এমনকি বহু গাড়িতেও এই পরিমাণ হর্সপাওয়ার তৈরি হয় না।
বাইকের কার্ব ওয়েট ১৭৮ কেজি। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, সুপারসনিক ফাইটার জেট থেকে অনুপ্রাণিত এই বাইকের অ্যারোডাইনামিক ডিজাইন। যা এফ৯৯-কে অন্যান্য ইলেকট্রিক বাইক এবং স্পোর্টসবাইকের থেকে আলাদা করে। কার্বন ফাইবার ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে এই ইলেকিট্রক বাইক।
স্যাডো, লেসার এবং এয়ারস্ট্রাইক-এই তিন ভার্সনে ব্যাটারিচালিত বাইকটি ২০২৪ সালে বাজারে আসার কথা রয়েছে। এই বাইকে যে ইলেকট্রিক মোটর রয়েছে তার সর্বোচ্চ ৯০ কিলোওয়াট ক্ষমতার। এতে যে ব্যাটারি প্যাক রয়েছে তা ১০.৩ কিলোওয়াট আওয়ারের। এই বাইকের রেঞ্জ, ব্রেকিং ও সাসপেনশন সম্পর্কে এখনও কোনো তথ্য জানায়নি আল্ট্রাভায়োলেট।
এই দ্রুতগতির ইলেকট্রিক বাইকের দাম বেশ চড়া। ভারতে আগামী বছর এটি ৮ থেকে ১০ লাখ রুপির মধ্যে কেনা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।