বিনোদন ডেস্ক : ১৪ দিনের জেল হেফাজত। আলিপুর মহিলা সংশোধনাগারই এখন নতুন ঠিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের। এসএসসি দুর্নীতি-মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই অর্পিতা। কিন্তু তাঁর পরিচয় কি কেবল একটিই?
না, তিনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। যদিও তাঁকে মানুষ মনে পর্দায় খুব বেশি মনে রাখেননি। তাই এখনও পুরনো কিছু ভিডিও প্রকাশ্যে এলে বহু চর্চিত এই নায়িকাকে নিয়ে ফের আলোচনা বসে যায়।
সদ্য সে রকমই একটি ভিডিও প্রকাশ্যে। ২০০৯ সালে তাঁকে সেই ভিডিওতে অনেকেই হয়তো দেখেছিলেন, কিন্তু মুখ ভুলে গিয়েছেন অনেকেই৷ বর্তমানে বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে আবারও সেই ভিডিও দেখে ঠাট্টা সমালোচনার বন্যা বয়েছে।
মহানায়ক পুরস্কার প্রাপ্ত অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে একটি গানের ভিডিও খুঁজে পেতেই আবার নড়েচড়ে বসেছে সোশ্যাল মিডিয়া। ছবির নাম ‘জিনা: দ্য এন্ডলেস লাভ’। সেই ছবিরই একটি গান ‘আগুন ছুঁয়েছে মন’। প্রেমের গানে প্রেমের ছোঁয়া, অঙ্গভঙ্গি। সোহমের বয়সও তখন অনেকটাই কম। চেহারায় যৌবনের ছাপ৷ একই ভাবে অর্পিতাকেও যেন চেনা যাচ্ছে না। অর্পিতার পরনে কখনও নীল শাড়ি, কখনও সাদা ছোট পোশাক, কখনও কালো শাড়ি। সমুদ্র সৈকতে নায়ক-নায়িকার আলিঙ্গনের বিভিন্ন মুহূর্ত ফুটে ওঠে এই গানের ভিডিওতে। কখনও আবার অর্পিতাকে দূরে ঠেলে সরেও যান নায়ক। উপস্থিত হন অন্য নায়িকা।
প্রসঙ্গত এই গানটি গেয়েছিলেন রূপঙ্কর বাগচী এবং অন্বেষা দত্তগুপ্ত।
বাংলা, ওড়িয়া এবং তামিল ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি। অর্পিতার ফেসবুক বায়ো অনুযায়ী, ‘এক জন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন৷’ অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও প্রযোজনার সঙ্গেও যুক্ত৷ ১৫-১৬ বছর আগে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অর্পিতা। সেই মডেলিংয়ের সূত্র ধরেই টলিউডে প্রবেশ তাঁর।
কেরিয়ারের শুরুতে বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেন অর্পিতা। ‘স্পর্শ’ এবং ‘হৃদয়ে লেখো নাম’-এর মতো ছবিতে নায়িকা ছিলেন তিনি। পরে অবশ্য বিভিন্ন ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ‘মামা ভাগ্নে’ ও ‘পার্টনার’-এর মতো ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন অর্পিতা। এর পরও পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় বিভিন্ন ছবিতে অভিনয় করতে দেখা যায় অর্পিতাকে। তবে টালিগঞ্জে পায়ের তলার মাটি শক্ত না হওয়ায় অর্পিতা পাড়ি দেন ওড়িশায়। বেশ কিছু ওড়িয়া ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তামিল ছবিতেও অভিনয় করেন অর্পিতা।
বাংলায় ফিরে ধারাবাহিক এবং ছবিতে আর একবার কেরিয়ার তৈরির চেষ্টা করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, কিন্তু সফল হননি। এর পর অর্পিতাকে বিভিন্ন ফোটোশ্যুটের মডেল হিসেবে দেখা যায়। বিভিন্ন ইভেন্ট এবং পার্টিতে দেখা যেতে শুরু করে তাঁকে৷ ইদানীং প্রযোজনা সংস্থা খুলে ছবি ও সিরিজ তৈরির কাজে মন দিয়েছিলেন অর্পিতা। একাধিক পরিচালককে অনুরোধও করেছিলেন তার সঙ্গে কাজ করার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।