সোনালি পাগড়ির সাথে লাল জামা পড়ে ঝড় তুললেন দেবশ্রী

বিনোদন ডেস্ক : দেবশ্রী মানে স্বতন্ত্র। দেবশ্রী মানে ৩৬ চৌরঙ্গী লেন, অপর্ণা সেনের প্রথম ছবি। দেবশ্রী মানে ‘উনিশে এপ্রিল’, ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি।

দেবশ্রী

ছোট্ট দেবশ্রী মানে তরুণ মজুমদারের ‘কুহেলী’। আর সদ্য যুবতী মানে ‘দাদার কীর্তি’।

দেবশ্রী

দেবশ্রী মানে রুমকি-ঝুমকির নাচ। দেবশ্রী মানে রানি মুখার্জির অভিনয়ের অনুপ্রেরণা। এবং রানির মাসি।

দেবশ্রী

তা এ হেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী কিন্তু বড্ড অভিমানী। চাপা। আর মন দিয়ে চলা এক নারী। হৃদয় দিয়ে চলে।

দেবশ্রী

অনেকটা বলিউডের রেখা যেমন। নিয়ম মেনে খাওয়া, যোগাসন, নাচ, নিজেকে গুটিয়ে রাখা এবং অবশ্যই প্রসেনজিতের থেকে নিজেকে একেবারে সরিয়ে রাখা।

দেবশ্রী

যেমনটি রাখে রেখা। বিগ বি-র চেয়ে দূরে। বহু দূরে। ঠিক তেমন। কাছে দূরের এই মাপ অবশ্য ওঁরা দুজনেই জানেন।

দেবশ্রী

তবে রাজনীতি করতে গিয়ে দেবশ্রী যখন বুঝলেন এটা তার পক্ষে সম্ভব নয়, ঠিক রেখার মতোই সরে গেলেন নিঃশব্দে।

দেবশ্রী

আর তাই অনেক ভেবে চিন্তে, আনন্দ উৎসবের সাজে তিনি বেছে নিলেন রেখার তিনটি লুক। একটি পরিপাটি বাঙালি ‘দো আনজনে’। বাকি একটি ‘খুন ভরি মাং’ এবং তৃতীয়টি চিরপরিচিত মেটালিক লুকের রেখা।

দেবশ্রী

শ্যুটিং শেষে অবশ্য হাসতে হাসতে বললেন ‘এত করেও আমি কিন্তু ‘সেরা বাঙালি’ নই।